রাজশাহীতে আজও চলছে পাটকল শ্রমিকদের অনশন

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা.২৪কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

দ্বিতীয় দিনে পাটকল শ্রমিকদের অনশন, বার্তা২৪.কম

দ্বিতীয় দিনে পাটকল শ্রমিকদের অনশন, বার্তা২৪.কম

রাজশাহী অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা বুধবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পাওনা পরিশোধ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে তাদের এ কর্মসূচি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে নিজ নিজ মিল গেটে অনশন শুরু করেছিলেন শ্রমিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে রাতে তারা সেখানেই অবস্থান করেন।

সকালে সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে মিল গেটে অবস্থান করছেন। দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। আন্দোলনকারী শ্রমিকদের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে কর্মসূচি এলাকা।

বিজ্ঞাপন

রাজশাহী জুট মিলসের সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন, রাজশাহী জুট মিলে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক-কর্মচারী রয়েছে। এদের মধ্যে কর্মচারীদের তিন মাসের ও শ্রমিকদের ১১ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে।

তবে এখন আমাদের দাবি তিনটি। দাবিগুলো হলো- জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থা বাতিল এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান।