জন্মভূমির সম্মান বৃদ্ধিতে কাজ করতে হবে: ড. মাহফুজ পারভেজ
বার্তা২৪.কম এর অ্যাসোসিয়েট এডিটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহফুজ পারভেজ বলেছেন, ‘মানুষ তার পরিবার-পরিজন, জন্মভূমির সঙ্গে রক্ত ও আত্মার বন্ধনে আবদ্ধ। এ বন্ধন অটুট ও চিরস্থায়ী। তাই সবাইকে জন্মভূমির সম্মান বৃদ্ধিতে কাজ করতে হবে।’
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ড. মাহফুজ পারভেজ বলেন, ‘মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, নিজের অতীত, ঐতিহ্য ও পরিচিতি ভুলতে পারেনা। পরিচিতি মানুষের অস্তিত্বের অংশ এবং মূল শেকড় স্বরূপ।’
ড. মাহফুজ পারভেজ চট্টগ্রামে বসবাসকারী কিশোরগঞ্জবাসীদের নিজস্বতা ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক গৌরব বাড়াতে বিভিন্ন অঞ্চলের মধ্যে সৌহার্দ্য ও আদান-প্রদানের কোনও বিকল্প নেই। এই মহৎ লক্ষ্যে চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ জেলা সমিতি কাজ করে যাবে।’
মতবিনিময় সভায় বিশিষ্ট সমাজসেবক মির্জা শফিকুল ইসলাম, চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি মোহাম্মদ নূর নবী পণির, সহ-সভাপতি মো. আঙুর মিয়া, ক্রীড়া সম্পাদক জানে আলম প্রমুখ বক্তব্য রাখেন।