লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

আমন ধান সংগ্রহে লটারি

আমন ধান সংগ্রহে লটারি

বরিশালে লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ করবে প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উজিরপুর উপজেলা মিলনায়তনে উন্মুক্ত লটারি মাধ্যমে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বিজ্ঞাপন

এ সময় উজিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাঈন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বরিশালে প্রথম বারের মতো অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০২০ মৌসুমে ইউনিয়ন পর্যায়ে কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারি কার্যক্রমের উদ্বোধন হযেছে। এবার উজিরপুরে আমন সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭ লাখ ২৮ হাজার মেট্রিক টন। সে অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞাপন

তালিকা অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক কৃষকদের মাঝে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে সবার অংশগ্রহণে উন্মুক্ত এই লটারি করা হয়। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে এবারের আমন ধান সংগ্রহ করা হবে বলে জানান সংশ্লিরা।