চট্টগ্রামে ১৭৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
চট্টগ্রাম সিটি করপোরেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠকারী মরহুম এম এ হান্নানসহ ১৭৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও সম্মানির টাকা তুলে দেন। এছাড়া মুক্তিযোদ্ধা আবদুস সালামের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের সহকারী হাই কমিশনার (ভারপ্রাপ্ত) শুভাশীষ সিনহা, রাশিয়ার অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান ও নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।