সিলেটে খোলা জায়গায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ইংরেজি নববর্ষ 'থার্টি ফার্স্ট নাইট' ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ইতিমধ্যে সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্টও বসানো হয়েছে। সিলেটজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর খোলা জায়গায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞাও দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৩০ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা এসব তথ্য জানান।

জেদান আল মুসা বার্তা২৪.কমকে বলেন, ইংরেজি নববর্ষে সিলেট নগরে ঘরোয়াভাবে কেউ কোনো অনুষ্ঠান করতে চাইলেও পুলিশের অনুমতি নিতে হবে। সন্ধ্যার পর খোলা জায়গায় কোনও অনুষ্ঠান করা যাবে না।

বিজ্ঞাপন

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত স্থানে কোনও ধরনের অনুষ্ঠান করা যাবেনা। ঘরোয়া অনুষ্ঠানেও অনুমতি নিতে হবে পুলিশের। তবে এখন পর্যন্ত সিলেটে কোনও অনুষ্ঠানের অনুমতি চেয়ে কেউ আবেদন করেনি।