শান্তির বার্তায় নতুন বছরের প্রথম সূর্যোদয়

  • মানজারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

শান্তির বার্তা নিয়ে নতুন বছরের প্রথম সূর্য, ছবি: সুমন শেখ, বার্তা২৪.কম

শান্তির বার্তা নিয়ে নতুন বছরের প্রথম সূর্য, ছবি: সুমন শেখ, বার্তা২৪.কম

শান্তির বার্তা নিয়ে উদিত হয়েছে নতুন বছরের প্রথম সূর্য। 'টু জিরো টু জিরো' অথবা টোয়েন্টি টোয়েন্টি নতুন বছরটির মাধ্যমে উন্মোচন হলো নতুন সম্ভাবনার দ্বার।

বুধবার (১ জানুয়ারি) খুলনার পূর্ব দিগন্তে সকাল ৬টা ৪২ মিনিটে কুয়াশার চাদর ভেদ করে নতুন বছরের প্রথম সূর্যের উদয় হয়। শান্তির বার্তা নিয়ে এ সূর্যোদয় হয়েছে।

বিজ্ঞাপন
কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আগমন, ছবি: সুমন শেখ, বার্তা২৪.কম

সময়ের স্রোতে মহাকালের অতল গহ্বরে হারিয়ে গেলো আরও একটি বছর। ২০১৯কে বিদায় জানিয়ে নতুন সূর্য স্বাগত জানালো ২০২০কে। নতুন বছরের প্রথম প্রহরে পুরাতন জরাজীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন সম্ভাবনার আশায় সবাই বরণ করলো ২০২০ সালকে।

সকাল ৬টা ৪২ মিনিটে কুয়াশার চাদর ভেদ করে নতুন বছরের প্রথম সূর্যের উদয় হয়, ছবি: সুমন শেখ, বার্তা২৪.কম

ইতিহাস থেকে জানা যায়, বর্ষ পঞ্জিকার ব্যবহার শুরু হয় সুমেরীয় সভ্যতায়। এরপর মিশরীয়দের হাত ধরে পৃথিবীর প্রাচীনতম সৌর ক্যালেন্ডার আবিষ্কার হয় বলে ধারণা করা হয়।

বিজ্ঞাপন

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, খ্রিস্টপূর্ব ৪২৩৬ অব্দ থেকে ক্যালেন্ডার ব্যবহার শুরু করে। তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে খ্রিস্টাব্দের ইতিহাসে মত পার্থক্য রয়েছে।