রাজশাহীতে পাটকল শ্রমিকদের অনশন, অসুস্থ ৪

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

অনশনে অসুস্থ এক শ্রমিককে হাসপাতালে নেওয়া হচ্ছে।

অনশনে অসুস্থ এক শ্রমিককে হাসপাতালে নেওয়া হচ্ছে।

বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১দফা দাবিতে চতুর্থ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে রাজশাহী জুটমিল শ্রমিকরা।

বুধবার (১ জানুয়ারি) ভোরে অনশনরত চার জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন
জুটমিল শ্রমিকদের অনশন

জুটমিল শ্রমিকরা জানান, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের সিদ্ধান্ত বাতিল, কাঁচাপাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।

জুটমিল শ্রমিকদের অনশন

গত রোববার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে রাজশাহী জুটমিলের প্রধান ফটকে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা। এর আগে গত ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেছিলেন শ্রমিকরা। পরে দাবি মানার আশ্বাসে তা স্থগিত করা হয়। কিন্তু এখনো সেই দাবি মানার কোন প্রক্রিয়া শুরু হয়নি। ফলে ফের শ্রমিকরা আমরণ অনশন শুরু করেন।

বিজ্ঞাপন