রাজশাহী জুটমিলে অনশনে আরও ৪ শ্রমিক অসুস্থ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহী জুটমিলে অনশনে শ্রমিক অসুস্থ/ ছবি: বার্তা২৪.কম

রাজশাহী জুটমিলে অনশনে শ্রমিক অসুস্থ/ ছবি: বার্তা২৪.কম

লাগাতার আমরণ অনশনে রাজশাহীর আরও চারজন পাটকল শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে একজন মুক্তিযোদ্ধাও রয়েছেন। অসুস্থ শ্রমিকরা হলেন- মুক্তিযোদ্ধা নওশাদ আলী, এমরান আলী, নজরুল ইসলাম এবং মোহাম্মদ ইসলাম।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) অনশনের টানা পঞ্চম দিনের মত সকালে কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা রামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন
টানা পঞ্চম দিনের মত কর্মসূচি/ ছবি: বার্তা২৪.কম

এর আগে বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে চারজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গত রোববার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় রাষ্ট্রায়ত্ত জুটমিলের প্রধান ফটকের সামনে শ্রমিকরা অনশন কর্মসূচি শুরু করেন।

জানা গেছে, ১১ দফা দাবি আদায়ে শ্রমিকরা এই কর্মসূচি পালন করছেন। রাতেও তারা থাকছেন পাটকলের সামনে। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। তারপরেও দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া নেই বলে অভিযোগ শ্রমিকদের।

বিজ্ঞাপন
অসুস্থ পাটকল শ্রমিককে হাসপাতালে নেওয়া হচ্ছে/ ছবি: বার্তা২৪.কম

রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন, নতুন বছর শুরু হয়েছে। সকলের ভাগ্য উন্নয়নে ঘটছে। শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কারও নজর নেই। আমরা তীব্র শীত উপেক্ষা করেই কর্মসূচি পালন করছি। এখানে বয়স্ক কিছু মানুষও রয়েছেন, যারা বকেয়া টাকাটা পেলে হয়তো কিছুটা স্বস্তিতে দিন পার করতে পারতেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস দিয়েও তা রাখা হচ্ছে না। তবে আমরা হাল ছাড়ছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।