সিলেটে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাবে সাড়ে ৪ লাখ শিশু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সিলেটের সিভিল সার্জন/ছবি: বার্তা২৪.কম

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সিলেটের সিভিল সার্জন/ছবি: বার্তা২৪.কম

সিলেটে ৪ লাখ ৬০ হাজার ৬৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে শনিবার (১১ জানুয়ারি) এই কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর চৌহাট্টাস্থ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. পেমানন্দ মণ্ডল এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সিটি করপোরেশন ছাড়া এবার জেলার জেলার ১২টি উপজেলায় ২ হাজার ৪২৮টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেনটি সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে।

ডা. পেমানন্দ মণ্ডল বলেন, ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৯ হাজার ৬৯৫ শিশুকে একটি করে ‘নীল’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ১০ হাজার ৯৬৫ শিশুকে একটি করে ‘লাল’ রংয়ের ট্যাবলেট খাওয়ানো হবে। স্বাস্থ্য বিভাগের কর্মীসহ ক্যাম্পেইনে সরকারি-বেসরকারি ও বিভিন্ন সংস্থার ৪ হাজার ৮৫৬ জন কর্মী মাঠে কাজ করবেন।

বিজ্ঞাপন

শিশুদের ভরাপেটে ভিটামিন ‘এ’ খাওয়ানোর পরামর্শ দেন সিভিল সার্জন।