দুই কর্মচারীর মারামারি ঠেকাতে প্রাণ গেল অলিম্পিয়া কর্মকর্তার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজশাহীতে অলিম্পিয়া কোম্পানির দুই কর্মচারীর মধ্যে মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে কৌশিক প্রামাণিক মিঠু (৩৮) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কৌশিক প্রামাণিক অলিম্পিয়া কোম্পানিতে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী মহানগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রাশাণিকের বড় ভাই।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, অলিম্পিয়া কোম্পানির ড্রাইভার রাহুল ও কর্মচারী সজিবুলের মধ্যে দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার দুপুরে ধরমপুর এলাকায় রাহুল কোম্পানির মালামাল ডেলিভেরি করতে গেল সজিবুলের সাথে মারামারি সংগঠিত হয়। খবর পেয়ে কৌশিক প্রামাণিক মিঠু ঘটনাস্থলে গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, দুই কর্মচারীর মারামারির মধ্যে পড়ে লাঠির আঘাতে কৌশিক প্রামাণিক গুরুতর আহত হন। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।