যে কারণে আ‌রিফুল আবারও শক্ত প্রার্থী



সা‌ব্বির আহ‌মেদ, সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেট থেকে: বাস থে‌কে নে‌মেই চোখ যায় টার্মিনালের যত্রতত্র হ-য-ব-র-ল গা‌ড়ির বহরে। আ‌রিফুল হক ৬০ কো‌টি টাকায় নির্মিত নতুন টা‌র্মিনা‌লে গাড়িগুলো নিয়ে যাচ্ছেন।

মূল শহ‌রে ঢুক‌লেই সি‌লে‌টের প্রাণ বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকা। আগের চেয়ে প‌রিচ্ছন্ন। ফুটপাতগু‌লো দখলমুক্ত। হাঁটাচলার জন্য য‌থেষ্ট জায়গা। জলাবদ্ধতা যে শহ‌রের মুল সমস্যা এখন সেখানে বর্ষা মৌসু‌মেও এক ফোটা পা‌নি খুঁজে পাওয়া যাবে না। সিলেট সিটি করপোরেশেনের উন্নয়ন এখন এমন দৃশ্যমান। মেয়র আরিফুল তার ৫ বছর মেয়াদের আড়াই বছরে এ প‌রিবর্তন  এনে‌ছেন। বাকি আড়াই বছ‌র ছি‌লেন জে‌লের ভেত‌রে।

আরিফুল ব‌লেন, আড়াই বছ‌রে ৬০ থে‌কে ৭০ ভাগ কাজ ক‌রে‌ছি। জে‌লে না থাকলে শতভাগ কাজ করতে পেরেছি বল‌তে পারতাম।

‌মেয়রের দায়িত্ব নেওয়ার পর আরিফ প্রায় ২৯ মাস সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দি ছিলেন। মেয়র নির্বা‌চিত হওয়ায় তাকে ঘটনার ১২ বছর পর আসামী করা হ‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

আ‌রিফুল হক চৌধুরী মেয়র হওয়ার পর অ্যাকশন ভূ‌মিকায় ছি‌লেন প্র‌তি‌নিয়ত। ছড়া, খাল উদ্ধারে যখন তখন অ‌ভিযা‌ন চালিয়েছেন। যা শহ‌রের জলাবদ্ধতা নিরসনে বেশ ফলপ্রসু ভূ‌মিকা রাখে।

আ‌রিফুল ব‌লেন, মহানগরের রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে ছড়া খাল উদ্ধার পর্যন্ত যা করেছি, সবকিছুই বৃহত্তর স্বার্থে করেছি। নতুন প্রজন্মের কথা চিন্তা করে করেছি।

/uploads/files/b2ydMTpOdXmdbWWVGWRKnr6TVnu6RGlE9cWOxtNc.jpeg

হঠাৎ হঠাৎ বুলডোজার নি‌য়ে দখলকৃত দেওয়াল, ছড়া খা‌লের ওপর তৈরি স্থাপনা ভেঙে চুরমার ক‌রে দি‌তেন আ‌রিফ।

আর এসব কার‌ণে আ‌রিফ কিছু অং‌শের কা‌ছে বিরাগভাজনও হ‌য়ে‌ছেন। এমন‌কি আরিফুল হ‌ক রাস্তা দখলমুক্ত কর‌তে গি‌য়ে জোটের শরিক দল জামায়া‌তের স‌ঙ্গে বিবা‌দে জ‌ড়ি‌য়ে‌ছি‌লেন।

ত‌বে আ‌রিফুল হক বল‌লেন , এসব নগরবাসীর জন্য করে‌ছেন ব‌লে তারা তা‌কে ভোটের মা‌ঠে সু‌বি‌বেচনায় রাখ‌বেন।

এবারের সিলেট সিটি নির্বাচনে নগরবাসী আবারও মেয়র হিসেবে দেখতে চান বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হককে। সিএন‌জি অটো‌রিকশা ড্রাইভার, রিকশা চালক এমন‌কি নগরীর চাক‌রিজীবী শ্রেণিরও পছ‌ন্দের তা‌লিকায় প্রার্থী হি‌সে‌বে আস‌ছে আ‌রিফুলের নাম বলে জানায় তার নির্বাচন কাজে সংশ্লিষ্ট কর্মীরা।  

আ‌রিফুল জানান, দেশ‌সেরা প্র‌কৌশলী জা‌মিলুর রেজাসহ বি‌শেষজ্ঞদের সমন্ব‌য়ে সিলে‌টের মাস্টারপ্লান অনু‌মোদ‌নের জন্য মন্ত্রণালয় পা‌ঠি‌য়ে‌ছি। এরপরই আমার মেয়াদ শেষ হ‌য়ে গে‌ছে। নির্বা‌চিত হ‌য়ে সেই মাস্টারপ্লান ধ‌রে কাজ কর‌তে চাই। মাস্টারপ্লা‌নের প‌রিবল্পনায় সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, পানি সংকটের সমাধান, স্বাস্থ্যসেবা, আধুনিক বহুতল পার্কিং ভবন নির্মাণ, সৌন্দর্যবর্ধন, সড়ক সম্প্রসারণ, বিনামূলে ওয়াইফাই সেবা, বিনোদনের সর্বোত্তম ব্যবস্থা অর্ন্তভুক্ত।

মেয়র হ‌য়ে আ‌রিফুল জন‌প্রিয়তা বাড়া‌লেও ভো‌টের মা‌ঠে জ‌য়ী হ‌তে বাঁধা পেরুতে হবে তাকে। তার দ‌লের আ‌রেকজন প্রার্থী হ‌য়ে বাঁধ সে‌ধে‌ছেন। জোটের শরিক দল জামায়াতও দিয়ে‌ছে আলাদা প্রার্থী। অপর‌দি‌কে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভা‌বে একক প্রার্থীর সমর্থ‌নে প্রচারণায় সরগরম। তা‌দের প্রার্থীও দুই বারের মেয়র বদরউ‌দ্দিন আহমদ কামরান।

সব সমীকর‌ণ মিলে ৩০ জুলাই‌য়ের নির্বাচন আরিফুল হক চৌধুরীর সাম‌নে বেশ চ্যালেঞ্জ। যদিও এ চ্যালেঞ্জ মোকা‌বেলায় প্রত্যয়ী দেখা যা‌চ্ছে আরিফুলকে। গণনায় ধর‌ছেন না জামায়াত ও তার দল বিএন‌পি থে‌কে ব‌হিষ্কৃত হওয়া প্রার্থীকেও।

/uploads/files/utE6fvqTB5hhpeanDiowruGSOCOq3YzcsxKmy3sn.jpeg

নির্বাচনে সরকারকে কোনো 'কূটকৌশল' খাটাতে দিবে না বলে জানান আরিফুল ও তার সমর্থকরা। নির্বাচনে মরণপণ লড়াই করার ঘোষণা আ‌গেই দি‌য়ে‌ছেন আ‌রিফুল। হুঁশিয়া‌রি দি‌য়ে বল‌ছেন, 'এটা সিলেট; প‌বিত্র ভূ‌মি। এখা‌নে কেউ পাপ ক‌রে টিকে থাক‌তে পা‌রবে না। অলি আউ‌লিয়ার মা‌টি‌তে সরকা‌রের কর্মকর্তা আমলারা অ‌নিয়ম কর‌লে স‌ঙ্গে প্র‌তি‌শোধ নেওয়া হয়ে যায়।'

সি‌লে‌টের মানু‌ষের প্রত্যাশা শা‌ন্তিপূর্ণ নির্বাচন। গত এক সপ্তা‌হে একা‌ধিকবার মেয়র প্রার্থীরা এক‌ত্রিত হ‌য়ে হাতে হাত ‌রে‌খে‌ছেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। তা‌দের হাসিমুখ সাধারণ মানুষ‌কে শান্তিপূর্ণ ভো‌টের ই‌ঙ্গিত দি‌য়ে‌ছে।

তরুণ ভোটার ও রেস্টু‌রেন্ট উ‌দ্যোক্তা আব্দুল্লাহ চৌধুরী ব‌লেন, অতী‌তে কোন মেয়র চৌহাট্টার ৪০ ফুট রাস্তা‌কে ২০০ ফুট করার উ‌দ্যোগ নেন নি, আম্বরখানার ম‌তো গুরুত্বপূর্ণ প‌য়ে‌ন্টের ব্যা‌ক্তি দখ‌লে চ‌লে যাওয়া ভূ‌মি উদ্ধার করে সড়ক সম্প্রসারণ করেন‌নি। সদ্য সা‌বেক মেয়র আ‌রিফ এসব ক‌রে‌ছেন। তার দৃশ্যমান এসব উন্নয়নের কার‌ণে মানু‌ষের দৃ‌ষ্টি‌তে তি‌নি লে‌গে আ‌ছেন।

‌সি‌লেট জর্জ‌কো‌র্টের তরুণ আইনজী‌বি মশিউর রহমান চৌধুরীর চো‌খেও উন্নয়ন বড়। যি‌নি উন্নয়ন ক‌রে‌ছেন, নগ‌রে চল‌তে ফির‌তে স্ব‌স্তি দি‌য়ে‌ছেন তারই আবার মেয়র হওয়া উ‌চিত।

পরিবর্তন ও উন্নয়নের স্লোগান তুলে ২০১৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩১ হাজার ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়ে‌ছি‌লেন আ‌রিফুল। ওই নির্বাচনে তিনি পেয়েছিলেন ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছিলেন ৭২ হাজার ১৭৩ ভোট। এবারের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী কামরান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএন‌পি থে‌কে বি‌দ্রোহী হ‌য়ে ব‌হিষ্কৃত হওয়া প্রার্থী মহানগর বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সে‌লিমও। নিজস্ব প্রার্থী নি‌য়ে মা‌ঠে নেমেছে জামায়াতও। আগামী ৩০ জুলাই নির্বাচন। প্রচারণায় জমজমাট এখন সি‌লে‌ট নগ‌রের পথঘাট।

   

সাবেক সেনাপ্রধান আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ

  • Font increase
  • Font Decrease

দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শুধু আজিজ আহমেদ নয়, তাঁর পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর) (২০ মে) দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল (অব.) আজিজ আহমেদকে, পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন।

বিবৃতিতে বলা হয়েছে, তাঁর (আজিজ আহমেদ) কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, আজিজ আহমেদ তাঁর ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তাঁর ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন।

আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।

;

জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ৩০০ মিলিয়ন ইউরো ঋণ দিবে ফ্রান্স



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ৩০০ মিলিয়ন ইউরো ঋণ দিবে ফ্রান্স

জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ৩০০ মিলিয়ন ইউরো ঋণ দিবে ফ্রান্স

  • Font increase
  • Font Decrease

ফ্রান্স সরকার বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৩০০ মিলিয়ন ইউরো ঋণ প্রদান করবে।

এ লক্ষ্যে সোমবার (২০ মে) বাংলাদেশ সরকার ও ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এই অর্থ মূলত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এএফডির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সেসিলিয় কর্টসি সিএফএ চুক্তিতে সই করেন।

ঋণ চুক্তির আওতায় এই অর্থ জলবায়ুর নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে কার্যকর ও শক্তিশালী ভিত্তি প্রস্তুত করা এবং জলবায়ু-সহিঞ্চু ও স্বল্প কার্বন নিঃসরণ ভিত্তিক অগ্রযাত্রায় ব্যয় করা হবে।

;

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২০ মে) পৌঁণে ১০টার দিকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন দুজন। এসময় একটি প্রাইভেটকার ভাঙচুর ও তিনটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়া হয়।

এঘটনায় আহত দুজন হলেন -রোহান (৩৮), রাজু (২৪)। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারী সিলেট সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পিয়াং সোম ও সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের অনুসারী রোহানের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রাত পৌনে ১০টার দিকে হাউজিং স্টেট এলাকায় একটি প্রাইভেট কার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সোমবার রাত ১০টার দিকে রোহানসহ তার পক্ষের নেতাকর্মীরা নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় মোটরসাইকেল করে পিয়াংয়ের খোঁজ নিতে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোহানের পক্ষের তিনটি মোটরসাইকেল আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় রোহান ও রাজু নামে দুজন আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ জানান, তারা দুজনেই কমিটি পূর্ণাঙ্গ করার জন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় অবস্থান করছেন। সিলেটে দুই পক্ষের মধ্যে ঝামেলার বিষয়টি শুনেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আগুনে দগ্ধ তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ও দুজন আহত হয়েছেন। এ ব্যাপারে কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

;

গফরগাঁওয়ে আগুনে পুড়ল ২ ভাইয়ের ঘর



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
গফরগাঁওয়ে আগুনে পুড়ল ২ ভাইয়ের ৪ ঘর

গফরগাঁওয়ে আগুনে পুড়ল ২ ভাইয়ের ৪ ঘর

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ২ ভাইয়ের ৪ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

সোমবার (২০ মে) রাত সোয়া ৯টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি গ্রামের বেপারী বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বেপারী বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে আগুন লেগে সালাম বেপারী ও তার ভাই সামাদ বেপারীর বসত ঘরে ছড়িয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের কাজে লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী সালাম বেপারী বলেন, দুই ভাইয়ের পরিবারের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে সব শেষ কিছুই উদ্ধার করতে পারিনি।

নিগুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা বলেন, ওই দুটি পরিবার খুব গরিব। এক জন নরসুন্দা ও অন্যজন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আগুনে ওদের অনেক বড় ক্ষতি হয়ে গেল।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল বলেন, স্টেশন থেকে ঘটনাস্থল অনেক দূরে। তাছাড়া রাস্তাঘাটের অবস্থা তেমন ভাল না। তাই, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

;