সিলেটে পাথর ধসে একজনের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেট জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

সিলেট জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে পাথর ধসে লিটন মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিটন সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা নারায়নতলা গ্রামের মস্তফা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবার সকাল ১০টায় শাহ আরেফিন টিলা অবৈধভাবে পাথর উত্তোলন করতে যান শ্রমিক লিটন। এ সময় তিনি পাথরচাপায় গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গর্তের মালিকের ম্যানেজার আব্দুল সত্তারকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারের অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।'

বিজ্ঞাপন