নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আহত পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়, ছবি: বার্তা২৪.কম

আহত পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়, ছবি: বার্তা২৪.কম

কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আহত পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন ডিএমপি কমিশনার।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রীর অনুদান থেকে কর্তব্যরত অবস্থায় নিহত ও গুরুতর আহত ৮ পুলিশ সদস্যের পরিবারকে ২৪ লক্ষ টাকা এবং ডিএমপির কল্যাণ তহবিল হতে আহত ১৩৫ জন পুলিশ সদস্যকে চিকিৎসা ব্যয় বহনের জন্য ৩৩ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন ডিএমপি কমিশনার।

পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনার স্বামী বা সন্তান নিহত হয়েছে বলে মনে করবেন না আপনাদের পাশে কেউ নেই। আমরা আপনাদের যেকোন প্রয়োজনে পাশে আছি।’

বিজ্ঞাপন

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।