উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, সেবা বঞ্চিত আড়ানী পৌরবাসী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

আড়ানী উপস্বাস্থ্য কেন্দ্র, ছবি: বার্তা২৪.কম

আড়ানী উপস্বাস্থ্য কেন্দ্র, ছবি: বার্তা২৪.কম

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। সরকারি চিকিৎসাসেবা পেতে তাদের ভরসা করতে হয় আড়ানী উপস্বাস্থ্য কেন্দ্রের উপর।

খাতা-কলমের হিসাব অনুযায়ী আড়ানী উপস্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসক, একজন প্যারামেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন এমএলএসএস থাকার কথা। কিন্তু এমএলএসএস ছাড়া বর্তমানে সেখানে নেই কোনো চিকিৎসক ও ফার্মাসিস্ট।

বিজ্ঞাপন

প্রায় এক বছর ধরে শূন্য পড়ে আছে তিনটি পদ। চিকিৎসক সংকটে বন্ধ হয়ে গেছে সরকারি ওষুধ সরবরাহও। ফলে সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌর এলাকার বাসিন্দারা। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা কয়েক দফা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি।

গত রোববার (১৯ জানুয়ারি) আড়ানী উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেছে, অফিস খুলে ভবনের সামনে রোদে বসে আছেন পিয়ন। কোনো চিকিৎসক নেই। ফলে যারা না জেনে স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন, তারা ফিরে যাচ্ছেন। ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও চিকিৎসক সংকটে পুরোপুরি বন্ধ রয়েছে সেবা প্রদান।

বিজ্ঞাপন

ওই উপস্বাস্থ্য কেন্দ্রের পিয়ন সাহিদুজ্জামান বলেন, ‘আমি নির্ধারিত সময়ে অফিস খুলে বসি, নিময় মেনে অফিস করে ফিরে যাই। এর বেশি আমি কিছু বলতে পারব না।’

পৌর এলাকার কুশাবাড়িয়া গ্রামের স্কুল শিক্ষক শাফিউর রহমান বলেন, ‘আগে নিয়মিত ডাক্তার আসত। প্রাথমিক চিকিৎসা পেতাম। গত ৬ মাসে কয়েক দফা চিকিৎসা নিতে গিয়ে ফিরে এসেছি। পরে উপজেলা সদরে ডাক্তারদের প্রাইভেট চেম্বারে গিয়ে সেবা নিয়ে এসেছি।’

তার সঙ্গে থাকা আরেক স্কুল শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, ‘শুনেছি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানে কেউ দায়িত্বে থাকতে চান না। এখানে কাউকে দায়িত্ব দিলে তদবির করে জেলা শহর বা উপজেলা পর্যায়ে ট্রান্সফার নেন।’

চিকিৎসকশূন্য থাকার বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আক্তারুজ্জামান বলেন, ‘আড়ানী উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকার বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক দফা অবগত করেছি। তারা (ঊর্ধ্বতন কর্তৃপক্ষ) আমাকে দু’এক দিনের মধ্যে একজন চিকিৎসক পাঠানোর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। কিছু দিনের মধ্যে সব সংকট নিরসন করা হবে।’