ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। এছাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ কোকেন, ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খোশালপুর, কুসুমপুর ও বেনীপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ১০ নারী ও ৮ শিশুসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ২৭ জনকে আটক ছাড়াও হাবিলদার আব্দুল কাদেরের নেতৃত্বে সাফদারপুর রেলওয়ে স্টেশনে খুলনাগামী মহান্দা ট্রেনে অভিযান পরিচালনা করে ১ কেজি ৩০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। একইদিন পৃথক অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর থানা মোড় থেকে ১৫ বোতল, হরিহরনগর গ্রাম থেকে ৪৫ বোতল, নতুনপাড়া গ্রাম থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, রাজাপুর বিওপি ও খোশালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ ছাড়া মাধবখালী বিওপি অপর এক অভিযানে মাধবখালী গ্রাম থেকে ১৮৩০ পিস উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে। আটক ওষুধের আনুমানিক মূল্য ২ লাখ ৬২ হাজার ৯০০ টাকা। উদ্ধার হওয়া মাদক ও ট্যাবলেট ওষুধ বিজিবির স্টোরে সংরক্ষিত রয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া অপর আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।