সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টা ১২ মিনিটের দিকে এ ভূ-কম্পন অনুভূত হয়। ওই ভূ-কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূ-কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বার্তা২৪.কমকে জানান, দুপুর সোয়া ১টার দিকে সিলেটে ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূ-কম্পনের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

বিজ্ঞাপন

এদিকে ভূ-কম্পন শুরু হওয়ার পর সিলেট নগরের বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। তাদের চোখে–মুখে ছিল আতঙ্কের ছাপ।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানেও এই মৃদু ভূ-কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন