ময়মনসিংহে চালবোঝাই ট্রাকে ফেনসিডিল, আটক ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া ফেনসিডিল এবং ট্রাকের চালক ও হেলপার, ছবি: বার্তা২৪.কম

উদ্ধার হওয়া ফেনসিডিল এবং ট্রাকের চালক ও হেলপার, ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে চালবোঝাই ট্রাকে করে ফেনসিডিল চালানের সময় চালক ও সহযোগীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪'র অধিনায়ক এফতেখার উদ্দিন। আটককৃতরা হলেন শাহীন আলম (৩২) ও রেজাউল ইসলাম (২২)।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদে র‍্যাব জানতে পারে উত্তরবঙ্গ থেকে ট্রাকে করে মাদকের একটি বড় চালান মুক্তাগাছা হয়ে ময়মনসিংহে ঢুকছে। এমন খবরের ভিত্তিতে আজ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাবের একটি দল। বিকেল সাড়ে ৩টার দিকে চালবোঝাই ওই ট্রাকে তল্লাশি চালানোর সময় ট্রাকটির চালক ও সহযোগী পালানোর চেষ্টা করলে তাদের আটক করে র‍্যাব। পরে তাদের দেখানো মতে চালকের ডানপাশের সিটের নিচ থেকে ৯০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন