নতুন করে স্বপ্ন দেখছেন চিংড়ি রফতানিকারকরা



মানজারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
চিংড়ি, ছবি: বার্তা২৪.কম

চিংড়ি, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দেশের অন্যতম প্রধান রফতানি পণ্য চিংড়ি খাত আন্তর্জাতিক বাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। টানা ১০ বছর ধরে এ পণ্যের রফতানি কমছে। ১০ বছরের মধ্যে গত অর্থবছরে সর্বনিম্ন রফতানি হয়েছে। তবে হঠাৎ করেই চলতি অর্থবছরে প্রথম ৬ মাসে বিগত বছরের তুলনায় রফতানি কিছুটা বেড়েছে। এতে আশায় বুক বাঁধতে শুরু করেছেন রফতানিকারকরা।

খুলনার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, হঠাৎ চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বিগত অর্থবছরের তুলনায় ২ হাজার টনের বেশি চিংড়ি রফতানি বেড়েছে।

জানা যায়, ২০১১-১২ অর্থবছরে চিংড়ি রফতানি করে আয় হয় ২ হাজার ৫৩৩ কোটি ৪১ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ২ হাজার ২৪৩ কোটি ৭৯ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ২ হাজার ৭০০ কোটি ২২ লাখ টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ২ হাজার ৫৪২ কোটি ৮৯ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরেও ২ হাজার ৫৪২ কোটি ৮৯ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ২ হাজার ৫৮৮ কোটি ২৪ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ২ হাজার ৪৮৮ কোটি ৬৬ লাখ টাকার চিংড়ি রফতানি হয়।

সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে চিংড়ি রফতানি আয় ছিল ২ হাজার ২৯০ কোটি ২০ লাখ টাকা। তখন রফতানি হয় ২৯ হাজার ৬ কোটি ৮২১ মেট্রিক টন চিংড়ি। গত ১০ বছরের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সবচেয়ে কম চিংড়ি রফতানি হয়েছে।

অপরদিকে, ২০১৯-২০ অর্থবছরে প্রথম ৬ মাসে ১ হাজার ৫১০ কোটি ৪৩ লাখ টাকার চিংড়ি রফতানি হয়েছে। এ সময় চিংড়ি রফতানি করা হয় প্রায় ১৮ হাজার ৫৬২ মেট্রিক টন।

খুলনার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ জানান, ২০১৯-২০ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১৮ হাজার ৫৬২ মেট্রিক টন চিংড়ি রফতানি হয়। বিগত ২০১৮-১৯ অর্থবছরে এ সময়ে রফতানি হয়েছিল ১৬ হাজার ৬২৭ মেট্রিক টন চিংড়ি। সুতরাং এ অর্থবছরের শুরুর ৬ মাসেই প্রায় ২ হাজার টন চিংড়ি বেশি রফতানি হয়েছে।

চিংড়ি, ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বিশ্ব বাজারে চিংড়ির চাহিদা বাড়লেও এ খাতে বাংলাদেশের রফতানি আয় প্রতিনিয়ত কমে। বিশ্ববাজারে গত পাঁচ বছরে বাংলাদেশের চিংড়ির দখল ৪ শতাংশ থেকে কমে ২ শতাংশে নেমে এসেছে। আর এ সময় ধারাবাহিকভাবে চিংড়ি রফতানি কমেছে ৩৩ শতাংশ। একই সঙ্গে দেশে চিংড়ির উৎপাদনও কমেছে ২৮ দশমিক ৩৫ ভাগ।

গত ৫ বছর আগে বিশ্ববাজারে যেখানে চিংড়ির চাহিদা ছিল ৪৩ লাখ মেট্রিক টন, তা এ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৪৮ লাখ মেট্রিক টনে। কিন্তু দেশে চিংড়ি উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এছাড়া গুণগত মান সংকটের কারণেও পিছিয়ে পড়ে সম্ভাবনাময় এ খাতটি। বিশেষ করে কতিপয় অসাধু ব্যক্তি গলদা চিংড়ির মাথা বিচ্ছিন্নকালে বাড়তি অংশ রেখে দেয়। এতে জীবাণু থাকার সম্ভাবনা থাকে। যা কোনোভাবেই বিদেশি ক্রেতারা পছন্দ করেন না।

বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক এস হুমায়ুন কবীর জানান, ২০২১ সালের মধ্যে ১.৫ বিলিয়ন ডলার বা ১৩ হাজার কোটি টাকা চিংড়ি খাত থেকে আয় করার টার্গেট নেয়া হয়েছিল। তবে তা মাত্র দুই বছরে অর্জন করা সম্ভব না। কিন্তু নতুন করে স্বপ্ন দেখছেন চিংড়ি রফতানিকারক ও এ অঞ্চলের উৎপাদনকারীরা। এ অর্থবছরের শুরুতে যেভাবে চিংড়ি রফতানি বেড়েছে, এ ধারাবাহিকতা চলতে থাকলে টার্গেট পূরণ করা সম্ভব।

উল্লেখ্য, বিশ্বের মোট চিংড়ির চাহিদার ৭৭ ভাগই এখন হাইব্রিড প্রজাতির ভেন্নামি চিংড়ির দখলে। প্রতিবেশী দেশগুলো দ্রুত এ চিংড়ির উৎপাদন শুরু করলেও বাংলাদেশ তা পারেনি। বাংলাদেশের বাগদা চিংড়ির চাহিদা বিশ্ববাজারে এখন মাত্র ১১ ভাগ। ফলে প্রতিনিয়ত বৈদেশিক মুদ্রা আয় কমছে। তাই এখনই বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত চিংড়ি রক্ষায় চাষাবাদ থেকে বাজারজাতকরণ পর্যন্ত আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ না করলে বিশ্ববাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

   

শীতলক্ষ্যা নদীতে চাঁদাবাজি, আটক ৪ নৌ চাঁদাবাজ



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চাঁদাবাজি করার সময় ৪ চাঁদাবাজকে আটক করেছে সদর নৌ থানা পুলিশ। আটকরা হলেন- মো. আবু বক্কর সিদ্দিক (১৯), মো. শফিকুল ইসলাম (৩৫), মোবারক হোসেন (৫৪) ও মো. শফিকুল ইসলাম (৪২)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শীতলক্ষ্যা নদীর শান্তিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত লাঠি ও চাঁদাবাজির নগদ ৮ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, শান্তিনগর এলাকার মধ্যবর্তি স্থান থেকে চারজন চাঁদাবাজকে হাতে-নাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চাঁদাবাজির কাজে ব্যবহৃত দুইটি লাঠি ও চাঁদাবাজির নগদ ৮ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।

;

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। ২০০ নম্বরের এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র থেকে বের হতে পারবেন না।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষার সময়সূচি অনুযায়ী- সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রার্থীরা কেন্দ্রে ঢোকার সুযোগ পান। সাড়ে ৯টা থেকেই উত্তরপত্র বিতরণ শুরু হয় এবং ১০টায় প্রশ্নপত্র বিতরণ করা হয়।

এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরের ও বাইরের শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ৯৬টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

পিএসসি সচিবালয়ের কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, পরীক্ষা মানে পরীক্ষা, কারও কাছে দেখে শুনে বা অন্য কোনো উপায়ে পরীক্ষা দেওয়া নয়। কেউ এর ব্যত্যয় ঘটালে তার পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৪৬তম বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

পিএসসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

;

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,গাজীপুর
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মুলাইদ গ্রামের মো. ফারুক খানের বহুতল ভবনের নিচ তলার এক কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত মো. ইসরাফিল (১৭) শেরপুরের ঝিনাইগাতি থানার হলদি গ্রামের মো. মফিজুল হকের ছেলে ও মোছা. রোকেয়া খাতুন (১৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে। প্রেমের সম্পর্কে জড়িয়ে গত ৭/৮ মাস আগে পরিবারের অমতে তারা বিয়ে করেছেন বলে স্বজনরা জানায়। ইসরাফিল স্থানীয় একটি ওয়ার্কসপে ও রোকেয়া স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট উদ্ধার করা হয়। ওই চিরকুটে লেখা ছিল, 'মা-বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমাদের সাথে থাকতে পারলাম না। আমার জান আমার জন্য ফাঁসিতে ঝুলেছে। তাই আমি থাকতে পারলাম না। আমি কাউকে দোষারোপ করি না। কারও কোনো দোষ নাই। আমার জান আমার জন্য অপেক্ষা করতাছে। মা আমার পাশে রোকেয়ার কবর দিও মা। মা আমি জানি না আমার জান কেন ফাঁস দিল। তার জন্য সম্পন্ন আমি দায়ী। এতে কারও কোনো দোষ নাই। সবাই ভালো থাকবা। মো. ইসরাফিল।' 

নিহত রোকেয়ার ভাই মো. বোরহান উদ্দিন বলেন, ৭-৮ মাস আগে পরিবারের অমতে তারা বিয়ে করে। তাদের সম্পর্ক ভালোই চলছিল। সম্প্রতি ইসরাফিল তার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে বৃহস্পতিবার তাদের বুঝিয়ে বাসায় আনা হয়েছিল। সকালে তাদের মৃত্যুর খবর পাই।

শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে স্ত্রী আত্মহত্যা করে। স্ত্রীর আত্মহত্যার বিষয়টি স্বামী সইতে না পেরে তিনিও আত্মহত্যা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

;

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, দিনাজপুর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার অ্যান্ডটি মোড়ে ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন ভুট্টার ট্রাকের চালক জয়পুরহাট সদর উপজেলার চৌমিহনী গ্রামের বাসিন্দা গোলাম রাব্বী (৩৮) ও তার সহকারী (হেলপার) একই এলাকার রেজওয়ান হোসেন (৩২)।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, টিঅ্যান্ডটি মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ট্রাকের চালক-হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

;