দুদকে ‘ডে কেয়ার সেন্টার’
দুর্নীতি দমন কমিশনে (দুদকে) কর্মরত নারী কর্মকর্তা ও কর্মচারীগণ যেন নিশ্চিন্তে কাজ করতে পারেন সে লক্ষ্যে দুদকে খোলা হয়েছে ‘ডে কেয়ার সেন্টার’।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ‘ডে কেয়ার সেন্টার’ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানেই ‘ডে কেয়ার সেন্টার’ থাকা বাধ্যতামূলক। দুদকে কর্মরত নারীরা যেন বাচ্চাদের সংস্পর্শে থেকে নিশ্চিন্তে প্রাতিষ্ঠানিক কাজ সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যেই এ- ডে কেয়ার সেন্টার।
ইকবাল মাহমুদ বলেন, দুশ্চিন্তামুক্ত কর্মপরিবেশ কাজের মান বাড়ায়, আশা করছি আমাদের নারী কর্মী ও কর্মকর্তারা এখন নিশ্চিন্তে কাজ করতে পারবেন।
উদ্বোধন শেষে ডে-কেয়ার সেন্টার ঘুরে দেখেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং ‘ডে কেয়ার সেন্টার’ থাকা শিশুদের চকলেট ও খেলনা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।