বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সুমন শেখ

ছবি: সুমন শেখ

বাংলা পঞ্জিকায় চলছে মাঘের শেষ, এবার শীতের বিদায় নেওয়ার পালা। দুয়ারে কড়া নাড়ছে ঋতু রাজ বসন্ত। শীতের এই বিদায় বেলায় আবহাওয়া পূর্বাভাস বলছে, সারাদেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তাপমাত্রা।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

আগামী তিন দিন সারাদেশের রাতের তাপমাত্রা কমতে পারে। তবে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বৃদ্ধি পেতে পারে। তবে দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস।। পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।