জাককানইবিতে র‌্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে বহিষ্কার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে অবিস্থত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া একই অভিযোগে আরও এক ছাত্রীকে সতর্ক ও তার অভিভাবকের মুচলেকা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ও উপাচার্যের পিএস এসএম হাফিজুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফারহানা রহমান লিয়োনাকে র‍্যাগিংয়ের দায়ে সমাজবিজ্ঞান বিভাগের তোয়াবা নুশরাত মীম ও একই বিভাগের শায়রা তাসনিম আনিকাকে এক শিক্ষাবর্ষের (২ সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

একই অভিযোগে চারুকলা বিভাগের মৌমিতা পারভীনকে সতর্ক করা এবং তার ও অভিভাবকের মুচলেকা নেওয়া হবে।

অপরদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র আল ইমরানকে র‍্যাগিংয়ের দায়ে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের জাকির হোসাইনকে তিন শিক্ষাবর্ষ, একই বিভাগের তানবীরুল ইসলামকে দুই শিক্ষাবর্ষ এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসানকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণভাবে র‍্যাগিং নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ফারহানা রহমান লিয়োনা ও আল ইমরানকে আচরণ শেখানোর নামে র‌্যাগিং করা হয়। এতে প্রচণ্ড মানসিক চাপে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়।