রাজশাহী কারাগারে কয়েদির মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহী কেন্দ্রীয় কারাগার/ছবি: সংগৃহীত

রাজশাহী কেন্দ্রীয় কারাগার/ছবি: সংগৃহীত

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বজলুর রহমান (৬৫) নামে এক কয়েকদির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কয়েদি বজলুর রহমান (৬৫) পাবনার সাথিয়া উপজেলার শরিজ পুরান এলাকার মৃত শোহরাব আলীর ছেলে। তার কয়েদি নম্বর: ২১৪১/এ।

বিজ্ঞাপন

কারাগার সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে বজলুর রহমানকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নানা ধরনের সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় প্রিজন সেলে মৃত্যুবরণ করেন।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ওই কয়েদির মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন