চট্টগ্রাম সিটির ভোট ২৯ মার্চ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন ভবন, ছবি: বার্তা২৪.কম

নির্বাচন ভবন, ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) আগামী ২৯ মার্চ ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে এ তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে বিদ্যমান ভোটার তালিকাই ব্যবহার করা হবে। এই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মার্চ। আপিল নিষ্পত্তি ৫-৭ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ। প্রতীক বরাদ্দ ৯ মার্চ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মার্চ। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

একই দিনে বগুড়া-১ আসনে ও যশোর-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই দুই আসনে ব্যালটে ভোট হবে।