সংবর্ধনা মঞ্চ ভেঙে পড়ে আহত রাসিক মেয়র লিটন
বিপুল সংখ্যক নেতাকর্মীর ভারে ভেঙে পড়েছে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সংবর্ধনা মঞ্চ। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও পায়ে আঘাত পেয়েছেন মেয়র।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বড় মসজিদের সামনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তার পাশে থাকা অন্য নেতাকর্মীরা তাকে ধরে ফেলায় বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান তিনি।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে রাজশাহী মহানগরীর উন্নয়নে ২ হাজার ৯৩১ কোটি ৬২ লাখ টাকার মেগা প্রকল্প অনুমোদন করা হয়। ওই সময় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন ঢাকাতে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী পৌঁছালে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য নগরীর বড় মসজিদ প্রাঙ্গণে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানে পৌঁছানোর পর মঞ্চে উঠে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে যায় একদল নেতাকর্মী। নেতাকর্মীদের ভারে মঞ্চটি হঠাৎ ভেঙে যাওয়ায় পেছনে দিকে উল্টে পড়ে যেতে লাগলে তাকে আগলে ধরে রক্ষা করেন অন্য নেতারা।
বিষয়টি নিয়ে সমাবেশস্থলে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরে মেয়র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন। তিনি রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সকলকে সহযোগিতার আহ্বান জানান। একই সাথে মেগা প্রকল্পের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।