সিলেটে মাইক ও স্লোগান ছাড়া বিএনপির র‌্যালি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির র‍্যালি, ছবি: সংগৃহীত

বিএনপির র‍্যালি, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি করেছে বিএনপি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নগরের মিরাবাজার থেকে বের হয়ে র‍্যালিটি শহরের কয়েকটি জায়গা প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। তবে পুলিশের বাধায় র‌্যালিতে মাইক ব্যবহার ও স্লোগান দিতে পারেনি বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা দুপুর ২টার দিকে নগরের মিরাবাজার থেকে র‌্যালি বের করতে চাইলে কোতোয়ালি থানা পুলিশ এতে বাধা দেয়। পরে, দুপুর ৩টার দিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে কোনও মাইক ব্যবহার না করা ও স্লোগান না দেয়ার শর্তে র‌্যালির অনুমতি দেয় পুলিশ।

এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বদরুল আজাদ রানা বলেন, রক্ত দিয়ে আমরা বাংলা ভাষা পেয়েছি তবে আমাদের বাক স্বাধীনতা নেই। আমাদের সকল কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। আজও আমাদের একটি র‌্যালিতে পুলিশ বাধা দিয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়াকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে বিএনপির র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল করিম মিফতা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজ, মহানগর বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশিদ ঝলক, এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেন চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ভুলন কান্তি তালুকদার, ছাত্রদল নেতা সেলিম আহমদ সাগর, সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর আহমদ খান প্রমুখ।