আইইবি’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত



সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

  • Font increase
  • Font Decrease

উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভাবে দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক (২০২০-২০২১ মেয়াদের) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শুরুর পর থেকেই ব্যাপক আগ্রহ ও শান্তিপূর্ণ ভাবে প্রকৌশলীগণ তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের সহ-অবস্থানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

নির্বাচনে নিরাপত্তার স্বার্থে চার প্লাটুন পুলিশের পাশাপাশি আনসার, স্কাউটসহ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। নির্বাচনে ভোটাররা ওএমআর সিটের মাধ্যমে ভোট প্রদান করেন। এখন মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

এবারের নির্বাচনে আইইবি সদর দফতরে ১০টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী, ২৭টি কেন্দ্রীয় কাউন্সিল মেম্বার পদের জন্য ১৮০ জন, ৭টি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আইইবি ঢাকা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৯ জন এবং ৩০টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকায় ১২টি পদের বিপরীতে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ১৪ জন এবং ৮টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, চট্টগ্রামে ৮টি পদের বিপরীতে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আইইবি খুলনা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৬ জন এবং ১৯টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আইইবি রাজশাহী কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ১০ জন এবং ২১টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৮,৮০৮ জন।

   

আশুলিয়ায় ট্যাপেন্টাডল-ফেনসিডিলসহ গ্রেফতার ৪



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে মাদকসহ চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। তাদের কাছে থেকে প্রায় ৭ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও প্রায় ৩শ' বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার মো. তানভির হোসেন সিফাত (২৮), গাজীপুরের মো. ইলিয়াছ হোসেন ইমরান (৩৮), মো. রাব্বি হাসান রাতুল (২০) ও কুষ্টিয়ার মো. সুন্নত আলী (৩৯)।

র‍্যাব জানায়, বুধবার বিকেলের দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে ৬,৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তানভির হোসেন সিফাতকে গ্রেফতার করা হয়। এছাড়া আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অভিযান চালিয়ে ২৯৫ বোতল ফেনসিডিলসহ অপর তিনজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃতরা পারস্পরিক যোগসাজসে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করতো।

গ্রেফতার রাব্বি হাসান রাতুলের বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



;

গার্মেন্টস কর্মীদের টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার পরামর্শ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
গার্মেন্টস কর্মীদের টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার পরামর্শ

গার্মেন্টস কর্মীদের টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার পরামর্শ

  • Font increase
  • Font Decrease

দেশে গার্মেন্টস কর্মীদের জন্য টিসিবির স্মার্ট কার্ড প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জাতীয় সংসদ ভবনের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠকে সুপারিশ করা হয়েছে। বৈঠকে টিপু মুনশির সভাপতিত্বে কমিটি সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম অংশগ্রহণ করেন।

বৈঠকে টিসিবি ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। একই সাথে বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য মনিটরিং করার, আলু সংগ্রহ ও সংরক্ষণে পদক্ষেপ এবং পেঁয়াজ আমদানির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে মেনমেইড ফাইবার পোশাক তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

;

রাজবাড়ীতে সম্রাট বাহিনীর দুই সদস্য আটক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
রাজবাড়ীতে সম্রাট বাহিনীর দুই সদস্য আটক

রাজবাড়ীতে সম্রাট বাহিনীর দুই সদস্য আটক

  • Font increase
  • Font Decrease

ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাটের বাহিনীর সক্রিয় দুই সদস্যকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রামের বিশ্বজিৎ মন্ডলের ছেলে দ্বিগ বিজয় মন্ডল (২০) ও সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মো. ফরিদ শেখের ছেলে মোধ মামুন শেখ (২৩)।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, বুধবার (২৯ মে) রাতে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মো. হাসানুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে পাংশার সরিষা খামারডাঙ্গা সাকিনস্থ বঙ্গবন্ধু সরকারি কলেজের পশ্চিম পাশের টিনশেড ভবনের ২ নং কক্ষের সামনে থেকে ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্যকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন সময়ে সম্রাটের নির্দেশে পাংশাসহ আশপাশ এলাকায় নিরীহ মানুষদেরকে অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। তারই ধারাবাহিকতায় ঘটনাস্থল এলাকায় সম্রাট বাহিনীর আধিপত্য বিস্তার এবং এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য আসামিরা অস্ত্রসহ অবস্থান করছিল। আটক মো. মামুন শেখের বিরুদ্ধে ইতোপূর্বে আরও একটি অস্ত্র মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনার বিষয়ে রাজবাড়ী পাংশা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা গোয়েন্দা পুলিশ।

;

৩ লাখ ৭০ হাজার শূন্য পদ পূরণে ব্যবস্থা গ্রহণের সুপারিশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
শূন্য পদে পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ

শূন্য পদে পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ

  • Font increase
  • Font Decrease

বর্তমানে ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯টি অনুমোদিত পদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২ পদ পূরণ করা হয়েছে। তারমধ্যে তিন লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য রয়েছে। এসব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ এবং অধীন প্রতিষ্ঠানসমূহের অনুমোদিত ও পদ পূরণকল্পে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক এই সুপারিশ করা হয়। এছাড়াও আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০গ্রেড) সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক এর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, ড. শ্রী বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহা. আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশগ্রহণ করেন।

এছাড়াও বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

;