ঢাকায় পৌঁছেছেন শ্রিংলা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হর্ষ বর্ধন শ্রিংলাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন মাসুদ বিন মোমেন/ছবি: সংগৃহীত

হর্ষ বর্ধন শ্রিংলাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন মাসুদ বিন মোমেন/ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে সোমবার (২ মার্চ) ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এসময় বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া: এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন। দুই দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন। সেই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব।

দুই দিনের সরকারি সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- সোমবার ঢাকা আসছেন শ্রিংলা