ময়মনসিংহে জাতীয় ভোটার দিবস পালিত   

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি, ছবি: সংগৃহীত

জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি, ছবি: সংগৃহীত

ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন হয়।

বিজ্ঞাপন

‘ভোটার হয়ে ভোট দিব দেশ গড়ায় অংশ নিব’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁঞা, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন