চসিক নির্বাচন: মুসল্লিদের দ্বারে দ্বারে নৌকার প্রার্থী রেজাউল

  • মুহিববুল্লাহ মুহিব, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সকাল থেকে বিকেল। নগরীর মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর ১৮নং ওয়ার্ড পূর্ব বাকলিয়ার সুজার মার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন তিনি। পাশাপাশি মুসল্লিদের সঙ্গে নির্বাচন নিয়ে নানান বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

এছাড়াও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী নগরীর বিভিন্ন মসজিদে গিয়েছেন। মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এরপর তিনি মসজিদ সংলগ্ন কবরস্থান জিয়ারত করেন।

এসময় মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমার কৃতজ্ঞতা জন-নেত্রীর প্রতি। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে মনোনয়ন দিয়েছেন, নৌকা প্রতীক দিয়েছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে পড়ব। দোয়া চাই, সুস্থ থেকে যেন নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন