মুজিব বর্ষ উপলক্ষে বরিশালে সপ্তাহব্যাপী বই মেলা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বই মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ছবি: সংগৃহীত

বই মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বই মেলা।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাকেরগঞ্জ উপজেলা কলসকাঠী বি.এম একাডেমির মাঠে বই মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বিজ্ঞাপন

এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন খান ও কলসকাঠী বি.এম একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেলার আয়োজকরা জানান, নানা উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী কলসকাঠী বি.এম একাডেমীর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে৷

এছাড়াও মেলা প্রাঙ্গণে প্রতিদিন কবিতা আবৃত্তি, গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে মেলায় পেপারসফট, এমদাদিয়া লাইব্রেরি, কালিকলম প্রকাশনা, বার্ড পাবলিকেশন্স, ইরা প্রকাশনী, শিখা প্রকাশনী, কানন ও ত্রয়ী প্রকাশনীসহ স্থানীয় ১৭ টি বইয়ের স্টল অংশগ্রহণ করেছে।