চট্টগ্রাম সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী থাকলে সুযোগ নেবে বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ছবি: বার্তা২৪.কম

বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলে তাদের উপর ভর করে নির্বাচনে সুযোগ নেবে বিএনপি। তাই দলের মনোনীত প্রার্থীদের সমর্থন দিয়ে বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর কেসিসি সড়কে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

যারা নিজেদের যোগ্য মনে করে এখনো প্রার্থিতা প্রত্যাহার করেনি তাদের উদ্দেশে মাহবুবুল আলম হানিফ বলেন, ‘দলের পদে থাকবেন, সব সুযোগ-সুবিধা নেবেন, কিন্তু দলের কোনো সিদ্ধান্ত মানবেন না তা কি করে হয়। যদি সঠিক আওয়ামী লীগের কর্মী হয়ে থাকেন তাহলে প্রার্থিতা প্রত্যাহার করুন। আপনার আজকের ত্যাগ আগামী দিনে মূল্য দেবে আওয়ামী লীগ। যদি আপনারা মনে করেন দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচন করতে চান তাহলে আগামী দিনে আপনি বড় সংকটে পড়বেন।’

তিনি বলেন, ‘জামায়াত-বিএনপি বিদ্রোহী প্রার্থীর কাঁধে ভর করে মাঠে নামতে চাইবে। সুযোগ তাদের দেয়া যাবে না। এক সময় জামায়াত-বিএনপির আখড়া ছিল চট্টগ্রাম। সেখান থেকে বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটি হয়েছে।’

বিজ্ঞাপন

নির্বাচনে নেতাকর্মীদের অতি উৎসাহিত না হওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘নির্বাচনে আমরা বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ি। সেই আত্মবিশ্বাস কিন্তু আমাদের বিপর্যয় ডেকে আনবে। তাই সতর্ক থাকতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।