‘খালেদার মুক্তির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে না’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: বার্তা২৪.কম

বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: বার্তা২৪.কম

খালেদা জিয়াকে মুক্তি দেবার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে না। তার মুক্তির জন্য আইনের আশ্রয় নিতে হবে এবং আদালতে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে হজ বুথ সেবা-২০২০ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার (খালেদা জিয়া) পরিবার থেকে একটা আবেদন করেছে। সেই আবেদন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তাকে মুক্তি দেবার ক্ষমতা রাখে না। তাকে মুক্তি দিতে হলে আইনের আশ্রয় এবং আদালতে যেতে হবে। আমরা আইন মন্ত্রণালয়ে সেই চিঠি পাঠিয়ে দিয়েছি মতামতের জন্য। তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন।’

বিজ্ঞাপন
আগারগাঁওয়ে হজ বুথ সেবা-২০২০ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: বার্তা২৪.কম

আইন মন্ত্রণালয় সাংবাদিকদের বলেছে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘দেখুন আইনের বাইরে তো আইনমন্ত্রী মহোদয় কিছু বলতে পারেন না। আবার আমরাও যেতে পারি না। আমরা যেখানে যা প্রয়োজন, তাই করছি। তার আবেদনটা আমরা আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আবারও বলছি, যা কিছু করতে হয়, এটা বিচারবিভাগীয় ব্যবস্থার মাধ্যমে হবে; এর বাইরে কিছু হবে না।’