মুজিব বর্ষ উপলক্ষে গাইবান্ধায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে এলাকার মানুষকে বিনামূলে স্বাস্থ্য সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
মুজিব বর্ষ উপলক্ষে ১২ ও ১৩ মার্চ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে তার বাড়িতে দাতব্য চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে এ স্বাস্থ্য সেবা দেওয়া হবে।
এজন্য তিনি ওই এলাকার জনসাধারণকে উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। নিউরো সার্জন প্রফেসর ডা. দীন মোহাম্মদ ও প্রফেসর ডা. বদরুল আলমসহ দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম এ সেবা দেবে। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে এ ক্যাম্পেইনে চিকিৎসা সেবা দেবেন। রংপুর বিভাগের দরিদ্র্য অসহায় জনসাধারণকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা নেওয়ার আহ্বান জানান ডেপুটি স্পিকার।