আনন্দ মোহন কলেজে কর্মচারীদের চাকরি সরকারিকরণের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

আনন্দ মোহন কলেজে কর্মচারীদের চাকরি সরকারিকরণের দাবি/ছবি: বার্তা২৪.কম

আনন্দ মোহন কলেজে কর্মচারীদের চাকরি সরকারিকরণের দাবি/ছবি: বার্তা২৪.কম

‘মুজিব বর্ষে আবেদন, মোদের চাকুরি সরকারিকরণ’- এমন স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের সামনে মানববন্ধন করেছেন কলেজটির শতাধিক কর্মচারী।

বুধবার (১১ মার্চ) সকালে কলেজের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক মো. আরজু মিয়া উপস্থিত ছিলেন। এসময় তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ।

মানববন্ধনে বক্তারা সরকারের বিভিন্ন মহলের সুদৃষ্টি কামনা করে বলেন, অনেকেই চাকরি জীবনের শেষ সময়ে চলে এসেছেন। আবার অনেকে চাকরি জীবন শেষ করলেও কোনো অবসর ভাতা পাননি। ফলে যুগের পর যুগ কর্মচারীরা কষ্টে দিনাযাপন করছেন। যারা এখনো কর্মরত রয়েছেন তাদের পরিবারও উৎকণ্ঠায়। তাই চাকরি সরকারিকরণ সময়ের দাবি।

বিজ্ঞাপন

সরকারি আনন্দ মোহন কলেজের ২২টি বিভাগে মোট ১২৭ জন কর্মচারী বেসরকারিভাবে কর্মরত আছেন।