ছাইয়ের স্তূপে শেষ সম্বল খুঁজছেন অনেকে
ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রূপনগর বস্তির কয়েক শ’ ঘর। ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে বস্তিবাসীর তিলে তিলে গড়া সহায়সম্বল। সবকিছু হারিয়ে মানুষগুলোর ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।
আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই ছাইয়ের স্তূপের ভেতর হাতরে হাতরে মূল্যবান জিনিসপত্র খুঁজছেন অনেকেই।
বুধবার (১১ মার্চ) মিরপুরে রূপনগর বস্তিতে সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় পৌনে তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে বস্তির কয়েকশ’ ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এদিন দুপুরে দেখা যায়, আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া ছাইয়ের স্তূপে নিজেদের শেষ সম্বল খুঁজছেন অনেকেই। তখনও ছাইয়ের স্তূপের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের উঠছে। ঝুঁকি নিয়েই ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা নিজেদের পুড়ে যাওয়া ঘরের ছাইয়ের স্তূপে হন্যে হয়ে খুঁজছেন যদি কিছু অবশিষ্ট থেকে যায় সেই আশায়।
দুই সন্তান নিয়ে প্রায় ১০ বছর ধরে রূপনগর বস্তিতে বাস করেন তাসলিমা। বার্তা২৪.কমকে তিনি বলেন, সম্বল বলতে তো কিছু নাই। সব ছাই হইয়া গ্যাছে। শুধু জানে বাঁইচা আছি। বইসা থাইকা তো লাভ নাই, এখন দেখতেছি যদি কিছু পাওয়া যায়।
এখনো আগুনের তাপ ও ধোঁয়া আছে, তাপ ও ধোঁয়া কমার পর খুঁজলে ভালো হতো না— জবাবে তাসলিমা বলেন, আকাশে মেলা রোদ, আগুনের আঁচ লাগছে, পোড়ার গন্ধ আছে। এইটা তো দেখা যায়। কিন্তু আমাগো ভিতরেও যে পুড়ছে সেইটা তো কেউ দেখে না!