প্রতিবন্ধী শিশুদের নিয়ে বর্ষপূর্তি উদযাপন করল 'ময়মনসিংহ হেল্পলাইন'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতিবন্ধী শিশুদের সাথে নিয়ে কেক কেটে ৩য় বর্ষপূর্তি উদযাপন করে 'ময়মনসিংহ হেল্পলাইন', ছবি: বার্তা২৪.কম

প্রতিবন্ধী শিশুদের সাথে নিয়ে কেক কেটে ৩য় বর্ষপূর্তি উদযাপন করে 'ময়মনসিংহ হেল্পলাইন', ছবি: বার্তা২৪.কম

প্রতিবন্ধী শিশুদের সাথে নিয়ে কেক কেটে ৩য় বর্ষপূর্তি উদযাপন করেছে ময়মনসিংহের অন্যতম সক্রিয় ও জনপ্রিয় ফেসবুক গ্রুপ 'ময়মনসিংহ হেল্পলাইন'।

শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরের কেওয়াটখালি এলাকার নিড প্রতিবন্ধী একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রুপটির ভলান্টিয়ার টিম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিল মো. মোস্তফা ফারুক, নিড প্রতিবন্ধী একাডেমির চেয়ারম্যান রুবেল পারভেজ, হেল্পলাইনের উপদেষ্টা মাহবুব আলম ও প্রধান অ্যাডমিন আশিকুর রহমান।

বক্তব্য শেষে প্রতিবন্ধী শিশুদের সাথে নিয়ে কেক কেটে তা সবাইকে খাওয়ানো হয়। এছাড়াও সবার মাঝে খেলনাও বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: চার বছরে ‘ময়মনসিংহ হেল্পলাইন’

এসময় হেল্পলাইনের ভলান্টিয়ার টিমের সদস্য মাহবুব, অহিদ, সাইফ, সাঈদ, মিতু, অনি, সোনিয়া, সম্রাট, অনি, নাদিরা, ফাতেমা মারুফ, সারোয়ার, সজল, তুষার ছোটন, ঝর্ণা, হাসিবসহ গ্রুপের অ্যাডমিনরা উপস্থিত ছিলেন।

প্রধান অ্যাডমিন আশিকুর রহমান বলেন, 'গ্রুপটি প্রায় তিন লাখ সদস্যের একটি বৃহৎ পরিবারে পরিণত হয়েছে। এখানে প্রতিটি সদস্যের মাঝেই একে অন্যকে সেবার মানসিকতা রয়েছে। আমরা সবসময়ই চাই আমাদের ময়মনসিংহ বিভাগকে সবার কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে। আমার বিশ্বাস সকলের ইতিবাচক মানসিকতার মাধ্যমে সেটি সম্ভব হবে এবং এভাবেই গ্রুপটি এগিয়ে যাবে।'