‘ভোটারদের কেন্দ্রে নিতে কোনো উদ্যোগ নেই ইসির’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নিতে নির্বাচন কমিশনের (ইসি) কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১৪ মার্চ) রাত পৌনে ৯টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে নির্বাচনে ইভিএমের সুরক্ষা দেওয়ার দাবিও জানান তিনি।

বিজ্ঞাপন

ডা. শাহাদাত হোসেন বলেন, ঢাকা সিটির নির্বাচনের মতো ২০ পার্সেন্ট ভোটে নির্বাচিত হতে চাই না, হলে ৮০ পার্সেন্ট ভোটে হবো। তাই আমাদের পাশাপাশি নির্বাচন কমিশনকেও উদ্যোগী হতে হবে।

শস্যের মধ্যে ভূত আছে জানিয়ে তিনি বলেন, আমাদের কোনো প্রশ্নের উত্তর সিইসি দিতে পারেনি। তাই আমরা মনে করছি জনগণকে ভোট কেন্দ্রমুখী করতে ইসিরও দায়বদ্ধতা আছে। যদি ইসি উদ্যোগী না হয় তাহলে ঢাকা সিটির মতো আরেকটি নির্বাচন হবে চট্টগ্রাম সিটির নির্বাচন।

বিজ্ঞাপন

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, নগর বিএনপির সিনিয়ন সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অন্যান্যরা।