কলম’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রকাশনা ‘কলম’-এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য ও প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
১১২ পৃষ্ঠার বইটিতে মুজিববর্ষের ভাবনা, বঙ্গবন্ধু ও নজরুল, ক্যাম্পাস সাংবাদিকতাসহ মোট ৩৩টি প্রবন্ধ, নিবন্ধ ও ছোটগল্প স্থান পেয়েছে।
প্রকাশনাটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, প্রবন্ধকার যতীন সরকার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. শঙ্কর ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, নজরুল সঙ্গীতজ্ঞ ড. রশিদুন নবীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকদের লেখা প্রকাশ পেয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন ইব্রাহিম হোসেন প্রধান।
বইটির সম্পাদক মো. আশিকুর রহমান জানান, বাংলাদেশ সরকার কর্তৃক ২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। যার জন্ম ও ৫৫ বছরের জীবনের কীর্তি বাঙালিকে করেছে মহান এবং দিয়েছে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা। ‘কলম’- এর দ্বিতীয় সংখ্যা আমরা উৎসর্গ করছি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের এই ক্ষুদ্র প্রয়াস।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, ব্যবসায় অনুষদ ডীন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদ ডীন মো. সাহাবুদ্দিন, ছাত্র উপদেষ্টা ড. শেখ সুজন আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম এবং বর্তমান সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ্জাদা আহসান হাবীব, প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল্লাহ তুহিন, সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ প্রেসক্লাবের সদস্য, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।