করোনা মোকাবিলায় মসিকের নানা উদ্যোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হয়েছে।

করণীয়গুলো হচ্ছে- টাউন হল মোড়, টাঙ্গাইল বাসস্ট্যান্ডসহ সাতটি স্থানে যাত্রীদের হাত ধোয়ার জন্য সাবান ও বেসিন ব্যবস্থাকরণ, ব্লিচিং পাউডার মিশিয়ে রাস্তায় পানি ছিটানো, সঙ্গরোধে বা আইসোলেসনে থাকা ব্যক্তিদের সেবার কাজে নিয়োজিতদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সরবরাহ, স্থানীয় কাউন্সিলর ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বিদেশ ফেরতদের সঙ্গরোধ নিশ্চিতকরণ এবং লিফলেট, ব্যানার, মাইকিং ইত্যাদির মাধ্যমে বিদেশ ফেরত ও দেশে থাকা সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- করোনাভাইরাস প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় গঠিত কমিটির এক জরুরী সভা বৃহস্পতিবার দুপুরে মসিক মেয়রের কক্ষে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু সাবান পানিতে বারবার হাত ধোয়া, বিশেষ করে বিদেশে ফেরত ব্যক্তিদের বাড়িতে সঙ্গরোধে থাকা, হাত না ধুয়ে চোখ-মুখ-নাক স্পর্শ না করাসহ বিভিন্ন বিষয়ে নাগরিকদের সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।