করোনার বিস্তার রোধে চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

করোনার বিস্তার রোধে চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা

করোনার বিস্তার রোধে চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের বিস্তার রোধে শুক্রবার (২০ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার।

শুক্রবার (২০ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতির মাধ্যমে যাতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে সে জন্য আজ ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ভাইরাসের বিস্তার রোধে যখন যেখানে যা প্রয়োজন, সে আলোকে সরকার সবধরণের পদক্ষেপ নিচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন