ময়মনসিংহে করোনা সচেতনতায় শিক্ষার্থীর পদযাত্রা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা সচেতনতায় শিক্ষার্থীর পদযাত্রা, ছবি: বার্তা২৪.কম

করোনা সচেতনতায় শিক্ষার্থীর পদযাত্রা, ছবি: বার্তা২৪.কম

যানবাহন ও জনসমাগম এড়িয়ে চলার আহবান জানিয়ে করোনাভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টিতে পদযাত্রায় নেমেছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী স্বপন রবিদাস।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরের গাঙ্গিনারপাড় মোড়স্থ প্রেসক্লাবের সামনে থেকে তার এ পদযাত্রা শুরু হয়। যা গৌরীপুর উপজেলায় গিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

স্বপন রবিদাস বার্তা২৪.কমকে বলেন, করোনাভাইরাস মোকাবেলা করতে হলে সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। আমি মনে করি সচেতনতাই এটি প্রতিরোধের প্রধান হাতিয়ার। তাই আমি ময়মনসিংহ শহর থেকে আমার নিজ উপজেলা গৌরীপুরের উদ্দেশে পদযাত্রায় বের হয়েছি। গৌরীপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এ পদযাত্রায় জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন বাজারে দোকানি ও সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করব।