জেলায় জেলায় পুলিশের নজরদারিতে বিদেশফেরতরা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

  • Font increase
  • Font Decrease

সারা দেশে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে ৩৩ জন সংক্রমিত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। মারা যাওয়া দুজন বিদেশফেরতদের সংস্পর্শে এসে আক্রান্ত হন।

দেশে এখন পর্যন্ত আইসোলেশনে রয়েছেন ৫১ জন এবং প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে আছেন ৪৬ জন।

তবে আক্রান্ত অধিকাংশই বিদেশ থেকে এসেছেন অথবা বিদেশফেরতদের সংস্পর্শে ছিলেন। এ অবস্থায় বিদেশফেরতদের প্রাতিষ্ঠানিক ও বাড়িতে সঙ্গরোধে রাখা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিদেশফেরত এসব প্রবাসীদের কারণে যেন আর সংক্রমণ না হয়। সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। প্রবাসীদের ১৪ দিন করে হোম কোয়ারান্টাইনে (বাড়িতে সঙ্গরোধ) থাকা বাধ্যতামূলক করেছে সরকার। নির্দেশনা না মানলেই করা হচ্ছে জেল জরিমানা।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মাঠে নামানো হয়েছে পুলিশ, স্বাস্থ্য বিভাগ, গোয়েন্দাসহ সরকারের বিভিন্ন সংস্থাকে।

ইমিগ্রেশন পুলিশের পরিসংখ্যান বলছে, গত ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আকাশপথে প্রায় ৩ লাখ প্রবাসী (২ লাখ ৯৮ হাজার ৩৩৩ জন) দেশে এসেছেন। তাদের একটি বড় অংশই করোনা আক্রান্ত দেশে ছিলেন। আগতদের মধ্যে রাজধানীতে রয়েছেন সর্বাধিক ৩৩ হাজার ২০ জন। এর পরই আছে চট্টগ্রাম জেলা। এ জেলায় ২০ হাজার ১৮৪ জন প্রবাসী গত ২১ দিনে ঢুকেছেন।

ইমিগ্রেশন পুলিশের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ঢাকা মহানগরে ৩৩ হাজার ২০, চট্টগ্রাম মহানগরে ৪ হাজার ৫৬৯, রাজশাহী মহানগরে ৯৪৯, খুলনা মহানগরে ২ হাজার ৪১৩, বরিশাল মহানগরে ১৩৩, সিলেট মহানগরে ৮৭০, ঢাকা জেলায় ১৪ হাজার ৩৮৯, চট্টগ্রাম জেলায় ২০ হাজার ১৮৪, রাজশাহী জেলায় ২ হাজার ৭৭৭, খুলনায় ৭ হাজার ৩২৬, নারায়ণগঞ্জে ৫ হাজার ৯৬০, কক্সবাজারে ২ হাজার ৫৬৩, চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ২৭৬, বাগেরহাটে ৩ হাজার ৭৮৬, মুন্সীগঞ্জে ৬ হাজার ৫৭৭, বান্দরবানে ২১৯, নওগাঁয় ২ হাজার ২০৪, সাতক্ষীরায় ১০ হাজার ২৬০, মানিকগঞ্জে ২ হাজার ৭১৯, রাঙামাটিতে ৩০০, নাটোরে ১ হাজার ৫০৭, যশোরে ১৬ হাজার ৪৫০, গাজীপুরে ৪ হাজার ৯৪১, খাগড়াছড়িতে ৩১৮, পাবনায় ৩ হাজার ৩৪৭, মাগুরায় ২ হাজার ৫২৫, নরসিংদীতে ৪ হাজার ৬১৯, নোয়াখালীতে ৬ হাজার ৯৪৪, সিরাজগঞ্জে ১ হাজার ৯৪৪, নড়াইলে ২ হাজার ৬০৫, ফরিদপুরে ৪ হাজার ৭৪১, ফেনীতে ৪ হাজার ৮৯৫, বগুড়ায় ৩ হাজার ১২৯, ঝিনাইদহে ৪ হাজার ২১, রাজবাড়ীতে ১ হাজার ৯৬৮, লক্ষ্মীপুরে ৩ হাজার ৫৫৯, জয়পুরহাটে ৮৯১, কুষ্টিয়ায় ৩ হাজার ১০৯, কুমিল্লায় ১৬ হাজার ৪০৭, শরীয়তপুরে ৩ হাজার ২১৯, রংপুরে ১ হাজার ৫৭৩ জন প্রবাসী প্রবেশ করেছেন।

এছাড়া চুয়াডাঙ্গায় ২ হাজার ৯৯, মাদারীপুরে ৩ হাজার ৫৯৯, চাঁদপুরে ৫ হাজার ৯২০, গাইবান্ধায় ১ হাজার ২৬, মেহেরপুরে ১ হাজার ৩২৫, গোপালগঞ্জে ৪ হাজার ৩৩৯, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ হাজার ৮৫, কুড়িগ্রামে ৬২১, কিশোরগঞ্জে ৩ হাজার ৪০, লালমনিরহাটে ৭৬৪, বরিশালে ৪ হাজার ২৬৬, টাঙ্গাইলে ৫ হাজার ৭৮৫, সিলেটে ৭ হাজার ৩৪৯, নীলফামারীতে ১ হাজার ২৫৯, পিরোজপুরে ২ হাজার ৩৩, ময়মনসিংহে ৩ হাজার ৬২৭, মৌলভীবাজারে ৪ হাজার ১৮, দিনাজপুরে ৩ হাজার ৮৮, ঝালকাঠিতে ১ হাজার ১১৯, হবিগঞ্জে ২ হাজার ৮৬২, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৩৮৬, নেত্রকোনায় ১ হাজার ২৪, বরগুনায় ৯৩৭, শেরপুরে ৫৪০, সুনামগঞ্জে ২ হাজার ৪৮০, পঞ্চগড়ে ১ হাজার ৮৫, পটুয়াখালীতে ১ হাজার ৩৩৪, ভোলায় ১ হাজার ৫৮৭ এবং জামালপুর জেলায় ১ হাজার ৩৩৮ জন প্রবাসী ঢুকেছেন।

এসব প্রবাসীরা কোনভাবেই যেন সরকারি নির্দেশনার বাহিরে এসে লোক সমাগমে মিশতে না পারেন, কারো সংস্পর্শে না যান এজন্য প্রশাসন কঠোর নজরদারিতে রেখেছে তাদের।

তবে সবাইকে যে সঙ্গরোধে রাখা যায়নি সে তথ্যটি অস্বীকার করছে না পুলিশ। পুলিশ বলছে, এজন্যই নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।

পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা বার্তা২৪.কমকে বলেন, ৬৪ জেলার পুলিশ সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। পাশাপাশি সদ্য বিদেশ থেকে আসা প্রবাসীদের তথ্য সংগ্রহ করে তাদের নজরদারিতে রেখেছে। যারা কথা শুনছেন না প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে তাদের জেল-জরিমানা করা হচ্ছে।

   

সিলেটে যুবকের রহস্যজনক মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
সিলেটে যুবকের রহস্যজনক মৃত্যু

সিলেটে যুবকের রহস্যজনক মৃত্যু

  • Font increase
  • Font Decrease

সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মধ্যরাতে নগরীর হাজারিবাগ এলাকার পেছনের মাঠে তার মরদেহ পড়েছিল। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটনের (এসএমপির) বিমানবন্দর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।

নিহত অমিত দাস শিবু গৌর চাঁদ দাসের ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। তিনি নগরীর বাগবাড়ি নরসিং টিলা এলাকায় সপরিবারে বসবাস করতেন।

জানা যায়, অমিত দাস শিবু প্রতিদিনের মতো আজ রাতেও উত্তরপূর্ব পত্রিকা অফিসে কাজ করে বাসায় ফিরছিলেন। রাত পৌনে ২টার দিকে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তার মরদেহের পাশে মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় রাখা ছিল। তবে মোবাইল ফোন পাওয়া যায়নি। কিন্তু মোবাইলের শেষ লোকেশন ঘটনাস্থলেই দেখাচ্ছে। তার দেহে কোনো আঘাতের চিহ্ন মিলেনি। এরপরও ঘটনাটিকে রহস্যজনক ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

;

গ্যাস-বিদ্যুৎ-সারের দাম বাড়ানোর সুপারিশ আইএমএফ’র



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ভারসাম্য ঠিক রাখতে ও ভর্তুকি সহনীয় পর্যায়ে রেখে সার, বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয়ের (বাড়ানো) সুপারিশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল।

অর্থবিভাগের বাজেট অনুবিভাগের সঙ্গে এক বৈঠকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ সুপারিশ করেছে ঋণ কর্মসূচির আওতায় শর্ত বাস্তবায়ন পর্যবেক্ষণে আসা আইএমএফ’র প্রতিনিধিদল।

প্রতিনিধিদলটি ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও জানতে চেয়েছে। এছাড়া লক্ষ্যভিত্তিক খেলাপিঋণ কমানো বিশেষ করে সরকারি মালিকানার ব্যাংকগুলোর খেলাপিঋণ কমিয়ে আনা এবং প্রক্রিয়াধীন থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত আইনগুলোর দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থবিভাগের বাজেট অনুবিভাগের সঙ্গে ভর্তুকি নিয়ে বৈঠক করে মিশনের একটি অংশ, ভর্তুকি কমিয়ে আনেত পেট্রোলিয়াম পণ্যের জন্য একটি পর্যায়ক্রমিক সূত্র-ভিত্তিক মূল্য সমন্বয় ব্যবস্থা গ্রহণ করায় সরকারকে স্বাগত জানায়।

তবে সার্বিক বাজেট ব্যবস্থাপনার উন্নয়নে অন্যান্য খাতে ভর্তুকি কমিয়ে আনার জন্য বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানোর সুপারিশ করেছে। এ প্রসঙ্গে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত কৃষিতে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে যাবে সরকার। তবে বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি কমাতে পর্যায়ক্রমে এসবের দাম বাড়ানো হবে।

আইএমএফের ডেভেলপমেন্ট মাইক্রোইকোমিক্স ডিভিশনের প্রধান ক্রিস পাপাগেওর্জিউ–এর নেতৃত্বে প্রতিনিধিদলটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বৈঠক করে এসব পর্যবেক্ষণ তুলে ধরে।

বৈঠকে সরকারের পক্ষে নেতৃত্ব দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারাসহ সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিমসহ জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের এমডিরাও উপস্থিত ছিলেন।

;

রাতের আঁধারে শিক্ষার্থীদের ক্লাস, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গাজীপুরের কালিয়াকৈরে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজ নামে বেসরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে ক্লাস করাতে গিয়ে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি গোপন রেখে অসুস্থ ওই শিক্ষার্থীদের কালিয়াকৈর সদরের রুমাইসা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাদের পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টান কালিয়াকৈর এলাকার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের একটি ক্লাস কক্ষে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও শিক্ষার্থীদের পরিবার সূত্র জানায়, সারাদেশে তীব্র তাপদাহের কারণে স্কুল কলেজ বন্ধ থাকলেও বৃহস্পতিবার রাতে এইচএসসি পরিক্ষার্থীদের রাতের আঁধারে ক্লাস করানো হচ্ছিল। এসময় তীব্র গরমে ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব মাইক্রোবাসে করে হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাদের চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়।

অন্যদিকে কিছু শিক্ষার্থীর অবস্থা বেশি খারাপ থাকায় তাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী সরকারি কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়।

এ বিষয়ে জানতে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের পরিচালক মো. সোহাগ রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নৈশপ্রহরী নাম প্রকাশ না করে বলেন, ভেতরে ক্লাস চলছিল। কিছুক্ষণ পর গরমে অনেকেই ক্লান্ত হয়ে যায়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

;

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে টুটুল হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর দুই আরোহী মিলন হোসেন (২৫) ও জাব্বারুল (১৭)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের খোরদ কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশে নিহত টুটুলের মরদেহ উদ্ধার করে ও আহত দুজনকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

নিহত টুটুল আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে টাইলস কিনে চুয়াডাঙ্গা শহর থেকে মহেশপুর গ্রামে ফিরছিলেন টুটুলের পিতা ইলিয়াস। পথে ভালাইপুর বাজারের অদূরে টাইলসবাহী গাড়িটি বিকল হয়ে পড়লে ইলিয়াস ছেলে টুটুলকে ফোন দিয়ে ডাকেন। টুটুল মোটরসাইকেলযোগে বাড়ি থেকে মিলন ও জাব্বারুলকে নিয়ে ভালাইপুরের উদ্দেশে বের হন। পথে হাটবোয়ালিয়া সড়কের খোরদ কবরস্থানের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি লাটাহাম্বারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় মিলন হোসেন ও জাব্বারুল নামের দুই যুবক জরুরি বিভাগে আসে। আহতদের মধ্যে মিলনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এবং জাব্বারুলকে ভর্তি রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

;