সারাদেশে ৪ এপ্রিল পর্যন্ত নৌযান চলাচল বন্ধ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সবধরনের যাত্রীবাহী নৌযান বন্ধের ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ।
বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আজমল হুদা মিঠু সরকার।
নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার ২৪ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে লঞ্চ মালিকরাও একমত হয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
করোনার বিস্তাররোধে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ২৬ মার্চ থেকেই সারাদেশের সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ৫ এপ্রিল থেকে সরকারি অফিসগুলো খোলা থাকবে।