করোনাভাইরাস: ক্যামেরায় রাজধানীর চিত্র
ক্যামেরার চোখে সচেতনতার কিছু চিত্র প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কের কারণে রাজধানীর রাস্তাঘাট প্রায় ফাঁকা।
ক্যামেরার চোখে সচেতনতার কিছু চিত্র প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কের কারণে রাজধানীর রাস্তাঘাট প্রায় ফাঁকা।
মানিকগঞ্জের সদর থানার চাঞ্চল্যকর আশরাফুল ইসলাম পলাশ (৩৩) হত্যা মামলায় প্রধান হত্যাকারী মো. সোয়েব (২২) ও মো. ছাকিন খানকে (২০) গ্রেফতার করেছে র্যাব-০৪, সিপিসি-০৩ ও র্যাব-১৩, সিপিসি-সদরের যৌথ একটি টিম।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে মানিকগঞ্জ র্যাব-৪, সিপিসি-৩’র কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লালমনিরহাট জেলার তিস্তা ব্রিজের টোল প্লাজার পুর্ব পাশ হতে আসামিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সোয়েব এবং ছাকিন মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণ উল্লেখ করে র্যাব জানান, ভিকটিম আশরাফুল ইসলাম পলাশ (৩৩) নবীনগর কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। ভিকটিম মানিকগঞ্জ থানাধীন পশ্চিম বান্দুটিয়া শুশুর খবির উদ্দিনের বাড়িতে প্রায় এক যুগ ধরে বসবাস করে আসছিলেন তিনি।
ভিকটিমের সঙ্গে সোয়েব ও ছাকিন খানের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ চলিয়া আসছিল। বিবাদীদের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে ২০ই সেপ্টেম্বর রাতে শহরের বেউথা ব্রীজ সংলগ্ন মাছের আড়ৎ এর নিকট হতে ছাকিন খান কথা আছে বলে ভিকটিমকে ব্রীজের পশ্চিম পাশের মুরগীর ফার্মের নিকট ডেকে নিয়ে গেলে সেখানে উপস্থিত থাকা বিবাদী সোয়েবসহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীদের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বিবাদীরা পুর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়া কোপ মেরে মাথার বাম পাশে পিছনে ও সামনে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। ভিকটিম মাটিতে লুটিয়ে পড়িলে উপরোক্ত বিবাদীরা হত্যা নিশ্চিত করার জন্য তাদের হাতে থাকা ধারালো চাপাতি দিয়া এলোপাথারীভাবে কুপিয়ে বিভিন্ন স্থানে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা কৌশলে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভিকটিমের শ্যালক নজরুল ইসলাম নয়ন উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে ডক্টর কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী ঢাকায় ভর্তি করে।
পরবর্তীতে ভিকটিমের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে পুনরায় ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মানিকগঞ্জে ভর্তি করানো হয়। অতঃপর ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর মারা যান। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদেরকে গ্রেফতার করে র্যাব।
বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৫ নভেম্বর) মধ্যরাতে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘটায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
নীলফামারীতে সন্ধ্যার পর বেড়ে যায় শীতের তীব্রতা। রাতে তাপমাত্রা আরও কমে যায়। গত এক সপ্তাহ ধরে উত্তরের জেলা নীলফামারীর তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১৫ ডিগ্রির নিচে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে সৈয়দপুরের আকাশে হালকা কুয়াশা বিরাজ করছে। এই কুয়াশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে। কুয়াশার কারণে প্রায় দিনে সকালের দিকে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকা প্রয়োজন। বর্তমানে ৫০০ মিটার ভিজিবিলিটি আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি বেড়ে যাবে।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর পড়া কুয়াশায় ভিজে গেছে পথগুলো। গাছের পাতা, ফসলের ক্ষেত আর ঘাসের ওপর থেকে টপটপ করে পড়ছে শিশিরবিন্দু। কুয়াশার কারণে সকালে সড়কের যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছে কাজের সন্ধানে।
সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের এজাজুল হক বলেন, দিনে গরম লাগলেও রাতে ঠান্ডা পড়ছে। সন্ধ্যার পরও ঠান্ডা লাগা শুরু হচ্ছে। কয়েকদিন ধরে কুয়াশার পরিমাণও বাড়ছে। শীতের কাপড় পড়ে কাজ করতে হচ্ছে।
এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবু-আল- হাজ্জাজ বলেন, কয়েকদিন ধরে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় চলাফেরায় সবাইকে সাবধান হতে হবে, বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগানো একেবারেই যাবে না।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ১ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা পর্যন্ত অনলাইনে প্রচলিত ও চালু ৩টি ভূমি সেবা (ই-মিউটেশন সিস্টেম, ই-পর্চা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম) বন্ধ রাখা হবে।
ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমিসেবা সংশ্লিষ্ট মানোন্নীত (২য় সংস্করণ) ৪টি সফটওয়্যার (মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ডিজিটাল রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম, ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম) এবং নব-সৃষ্ট ১টি সফটওয়্যার’র (ল্যান্ড সার্ভিস গেটওয়ে) দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে।
আগামী ১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ভূমি উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উক্ত ৫টি সফটওয়্যার কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত সময়ে অনলাইনে চালু থাকা ৩টি ভূমি সেবা বন্ধ থাকবে।