ত্রাণ দেবে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা মোকাবিলায় সরকার আগামী ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন, দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। জনসাধারণকে ঘরে থাকতে বলা হচ্ছে।

ঘরবন্দী হয়ে সবচেয়ে সমস্যায় পড়েছেন নিম্নআয়ের মানুষ। এ কারণে দুস্থ, অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করবে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ত্রাণ বিতরণ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত থাকবেন সমিতির সভাপতি তৌফিক এহেসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন