ডিএমপি’র প্রতি মার্কিন দূতাবাসের কৃতজ্ঞতা প্রকাশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দ্রুত সাড়াপ্রদান এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

রোববার (৫ আগস্ট) দুপুরে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক শনিবার (৪ আগস্ট) ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহনকারী দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। রাষ্ট্রদূত ও তাঁর নিরাপত্তায় নিয়োজিত দল অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘হামলায় রাষ্ট্রদূত, তাঁর গাড়িচালক ও নিরাপত্তা স্টাফদের কোন ক্ষতি হয়নি। তবে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। ঘটনায় দ্রুত সাড়াপ্রদান এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ কয়েকজন অতিথি শনিবার রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় এসেছিলেন। ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’র অংশ হিসেবে সেখানে বৈঠক হচ্ছে শঙ্কায় স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে অতিথিদের গাড়ি ও সুজন সম্পাদকের বাড়ি লক্ষ্য করে হামলা হয়। তবে হামলায় কেউ হতাহত হন নি।