না ফেরার দেশে সমাজসেবী হাবীবা খাতুন

  • নিউজ ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

হাবীবা খাতুন লাইলী

হাবীবা খাতুন লাইলী

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সমাজসেবী হাবীবা খাতুন লাইলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকার উত্তরায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবীবা খাতুন। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মৃত মোকসেদ আলী মুন্সীর স্ত্রী তিনি। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে, এক বোন ও এক ভাই, নাতি-নাতনি এবং বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকার উত্তরায় হাবীবা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী গোরস্থানে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

বনানীর প্রখ্যাত সমাজসেবী মৃত মৌলভী ওয়াজেদ আলী বিশ্বাস ও বেগম শামসুন্নাহারের মেয়ে হলেন হাবীবা খাতুন। চুয়াডাঙ্গার কলাবাড়ি গ্রামে তাদের বাড়ি। তিনি কলকাতা ও চুয়াডাঙ্গার স্কুলে শিক্ষা লাভ করেন। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে বসবাসকালে একাধিক ক্লাব ও সংগঠনের সদস্য হিসেবে এবং ব্যক্তিগতভাবে সমাজসেবায় নিবেদিত ছিলেন হাবীবা খাতুন। দানশীল হাবীবা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।