পোশাক কারখানা বন্ধে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সাঈদ খোকনের

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন

বর্তমান করোনা পরিস্থিতিতে লাখ লাখ গার্মেন্টস কর্মী শহরে প্রবেশ করছে। এর ফলে করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হবে বলে বহু নাগরিক ফোন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করেছেন। এই প্রেক্ষিতে এ বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (০৪ এপ্রিল) নগর ভবনে হটলাইনে সীমিত আকারে লোকলজ্জার ভয়ে খাবার গ্রহণে অস্বস্তি বোধকারীদের জন্য খাবার পৌঁছে দেওয়া কার্যক্রমের উদ্বোধনকালে এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

গতকাল থেকে হটলাইনে অনুরোধ আসতে থাকে। শনিবার (০৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। ৬১১ জনের বাসায় খাবার পৌঁছে দেওয়া হয়েছে। লোকলজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তি বোধ করছেন তাদের জন্য সীমিত পরিসরে এ ব্যবস্থা গ্রহণ করেছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ।

উল্লেখ্যে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বেচ্ছায় নিজেকে আলাদা করার কথা বলা হয়েছে সেখানে হঠাৎ করে পোশাক কারখানা খুলে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন