মানুষ সচেতন না হলে ম্যাসিভ সংক্রমণ ঠেকানো যাবে না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ

মানুষ সামাজিক দূরত্ব না মেনে চললে ও সচেতন না হলে দেশে করোনাভাইরাসের ম্যাসিভ সংক্রমণ ঠেকানো যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

রোববার (৫ এপ্রিল) করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

বিজ্ঞাপন

ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক প্রতিদিন প্রেস ব্রিফিং করেন। তিনি মনে হয় গত পরশুদিন বলেছেন এই ভাইরাসটি আমাদের কাছে এখনো নতুন। কাজে তিন মাস আগে কারও জানা ছিল না তিন মাস পরের পরিস্থিতি কি হবে। ভাইরাসটি সম্পর্কে প্রতিদিন যখন আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি, তখন আমরা বুঝতে পারছি আরও কি করা দরকার। আমাদের আগে কি করা উচিত ছিল আমাদের আরও কি করা দরকার। এক সপ্তাহ পর আমাদের আরও নতুন জ্ঞান হবে।’

তিনি আরও বলেন, ‘সামাজিক দূরত্ব তৈরি করার যে বিষয়টা বলা হচ্ছে, সেটি মানতে হবে। সরকার এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে। কিন্তু সব সময় আইন প্রয়োগ করে বা কঠোর হয়ে এসব পরিস্থিতি মোকাবিলা করা যায় না। এক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন পর্যায়ে সবাইকে এসব বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। এ কথা অনস্বীকার্য যে আমাদের প্রস্তুতি দিয়ে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারব না। যদি মানুষ সামাজিক দূরত্ব না মেনে চলে এবং সচেতন না হয়।’

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘তবে এটা সত্য, আমরা যে প্রস্তুতি নিচ্ছি বা আমরা যে প্রস্তুতি নিয়েছি এবং যেভাবে সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে সবাই যদি সঠিকভাবে মেনে চলে তাহলে করোনা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।’