গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধা জেলার মানচিত্র

গাইবান্ধা জেলার মানচিত্র

গাইবান্ধায় করোনার প্রভাবে দরিদ্র কর্মহীন পরিবারদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় এক লাখ ১৫ হাজার ৮২৮ পরিবার এই কর্মসূচির সুবিধা গ্রহণ করবে।

রোববার (৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন।

বিজ্ঞাপন

এতে জেলার ৮১টি ইউনিয়নে ১৯৪ জন ডিলারের মাধ্যমে প্রতিকেজি চাল ১০ টাকা দরে কিনবেন সুবিধাভোগীরা।

জেলা প্রশাসক আব্দুল মতিন বার্তা২৪.কমকে বলেন, প্রত্যেক পরিবার ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবে।

বিজ্ঞাপন